টাঙ্গাইল জেলার অর্ন্তগত মির্জাপুর উপজেলধীন বংশাই নদীর উত্তর তীরে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টিতে বিজ্ঞান,মানবিক,ব্যবসায় শিক্ষা শাখা চালু আছে।পাকা ভবন ২টি। আধা পাকা ১টি। টিনসীট ঘর ৫টি। ২০০ জোড়া বেঞ্চ। ১টি লাইব্রেরি,শৌচাগার ২টি। পানি সাপলাই ব্যবস্থা আছে। টেবিল,চেয়ার,ব্লাকবোড, আলমারি, শিক্ষার বিভিন্ন উপকরন ও খেলাধুলার বিভিন্ন সরঞ্জামাদী রয়েছে। |
টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন বংশাই নদীর উত্তর তীরে এক মনোরম পরিবেশে জনাব মো: শাহাব উদ্দিন সরকারের প্রচেষ্টায় বিদ্যালয়টি ০১-০১-১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ১/১/১৯৬৯ সালে মাধ্যমিক স্বীকৃতি প্রাপ্ত হয়েছে এবং ১/৬/১৯৮৪ সালে এম.পি.ও ভুক্ত হয়েছে। |
০১. মো:আলাউদ্দিন আল-আজাদ-সভাপতি ০২. মো:লুৎফর রহমান-শিক্ষক প্রতিনিধি ০৩. মো:আতোয়ার রহমান প্রধান শিক্ষক /সম্পাদক ০৪.মো: মোহাম্মদ আলী-অভিভাবক সদস্য
সদস্য সংখ্যা:৪ জন
|
|
২০১১ সালে ৮ম-শ্রেণীতে ৩ সাধারন গ্রেডে ।
|
২০১১ সালে জে.এস.সি পরিক্ষায় ৯৪.৭৪%ফলাফল অর্জন
|
ভবিষৎ এ জে.এস.সি ও এস.এস.সি পরিক্ষায় শতভাগ পাশের পরিকল্পনা করা হয়েছে। স্কুলটিকে একটি মডেল স্কুলে পরিনত করা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস